কবিতা আমারও প্রিয়া । শফিক তপন ২৪শে চৈত্র ১৪২২
——————————–
যে যাই বলুক
নিঃসন্দেহে কবিতা আমার প্রানের প্রিয়া,
তার বুকে বুক
চোখে চোখ রেখে বেঁধেছি আমার হিয়া ।
কবিতার কণ্ঠে
আজ নিজ হাতে পরায়ে দিয়েছি ফুলমালা,
নিশ্চয়ই পারে সে
জুড়িয়ে দিতে আমার অন্তহীন মনজ্বালা ।
কবিতার ওষ্ঠে
দিয়েছি চুম্বন নিংড়ে নেব যত ভাললাগা,
ছন্দেছন্দে ভাসিয়ে
দেব স্মৃতির মন্দিরে লালিত স্বপ্নজাগা ।
কবিতার বুকে
আমি কান পেতে শুনব প্রতিটা নিঃশ্বাস,
শব্দেশব্দে ঢেলে
তার সর্বাঙ্গে রচিব আমার সুখের বিশ্বাস ।
ভালো তবে ভাষা বিন্যাসের দিক আরও মনোযোগী হতে হবে।