বন্ধু হবে কি ? লেখা জমা দিয়েছেন ৪ আগস্ট, ২০১৫ লিখেছেন সবুজ আহমেদ কক্স বন্ধু হবে কি ? সবুজ আহমেদ কক্স মানুষ জীবনে কতোকিছু খুজেঁ কতো কিছু চায় টাকা বাড়ী গাড়ী ধন সম্পদ টিভি ফ্রিজ ট্যাব ল্যাপটব কতোকিছু কতো কি কেউ মন খুজেঁ না শুধু ধন খুজেঁ আমি শুধু চাইছি তোমার বন্ধুতা বন্ধু হবে কি ? Post Views: ১৫৮ 0.00 avg. rating (0% score) - 0 votes