আহ্বান

হে নবজাতক
পৃথিবীতে এসেছো বলে,
স্বাগতম জানাই তোমায়।
তোমার আসার আযান পৌচেছে নিবন্ধন খাতায়,
তোমার আসার খুশিতে হাসিতেছে বিশ্বময়।
কেউ বলছে ফুটফুটে তুমি
কেউ প্রকাশ করেছে বিস্ময়।
গরিবের ঘরের আকাশ পেয়েছো বলে
কেউ কষ্ট পেয়েছে আবার।
যে ঘরেই জন্ম নাওনা কেন স্বাগতম সদায়
গরিব হয়ে নিলে তুমি বিদায়,
ক্ষমা করবেনা পৃথিবী তোমায়।
গরিব হয়ে জন্মিলে তুমি পাপ তাতে নয়
গরিব হয়ে বিদায় নিলে
বিধাতাও কষ্ট পায়।
হে নবজাতক
স্বাগতম জানাই তোমায়।

0.00 avg. rating (0% score) - 0 votes