ফিরে এসেছি প্রিয় তোমারি কাছে
হার না মানা হাজার বছর পরে।
বড় কষ্টে ছিলাম ভেবেছো
নির্বাসিত সেই দিন গুলোতে।
সেন্ট এলবা দ্বীপ বড় যত্ম করেছে
আবু গারিবে ও কেটেছে সময় বেশ।
প্রেমের মূর্তি ধারণ করেছি বলে
বিমূর্ত ধারণ করেনি দাঁড়ি,গোফ,কেশ।
লজ্জ্বাবতীর পাতাগুলো কভু পায়নিকো লজ্জ্বা
মানুষখেকো বৃক্ষ সাজিয়েছে আমার রাত্রি সজ্জা।
ট্রয়নগরীর দুঃখগুলো সুখে হাসিতেছে
সত্যিকারের প্রেমের জয়ে যুগোল মূর্তি একেছে।
ফিরে এসেছি প্রিয় তোমারি কাছে
হার না মানা হাজার বছর পরে।
প্রেমের নিশার উড়িয়ে দিয়েছি
সফল প্রেমের সালু কাপড় গায়ে পড়ে।
এম,এ,এইচ রাজু (হিমু)
উদ্দেশ্য- তিথী
ফিরে আসার চমৎকার একটি কবিতা।