হয়ত আগের জন্মে কবি ছিলাম,
ভোরের আকাশ ভরিয়ে তোলা-
রবি ছিলাম।
চন্দ্র ছিলাম রৌদ্র ছিলাম-
রংধনুকের বর্ণ,
রাম ছিলাম কৃষ্ণ ছিলাম-
কুন্তী পুত্র কর্ণ।
হয়ত পথের ধারের টুকটুকে-
ওই গোলাপ ছিলাম,
রাত বিরেতে অহেতুক ডেকে উঠা-
কোকিল ছিলাম।
মেঘ ছিলাম বায়ু ছিলাম-
কিশোর ছেলের স্বপ্ন,
স্বর্গ ছিলাম নরক ছিলাম-
অমূল্য কোন রত্ন।
হয়ত আরেক জন্মে দানব ছিলাম,
দানব জাতীর হিংস্র হৃদয়ে-
প্রেমের ঝর্ণাধারা ছিলাম।
সৃষ্টি ছিলাম ধ্বংস ছিলাম-
ক্ষুধিতের পেটে অন্ন,
ছিলাম ছিলাম সবই ছিলাম-
তম্র রৌপ্য স্বর্ণ।
চমৎকার। ভাল থাকবেন কবি।
ধন্যবাদ জানবেন!