কাকতালীয় দেখায় বিরক্ত প্রকাশের ভাষা
অবাঞ্চিত ব্যক্তির অলৌলিক ক্ষমতার লিপ্সা
জাগরনের জিনের অযাচিত হস্তক্ষেপের ন্যায়
হৃদয়ের শিহরনে অসীম কুন্ডলীর পরিত্যক্ততায়
সন্ধ্যা ঘনিয়ে আসার সেই অনুক্ষণ বাস্তবতায়
গো-মহিষের ঘরে ফেরার সান্ধ্যকালীন যাত্রায়
মশা তাড়ানোর খড়ের বেনীর কালো ধোঁয়ায়
অস্থির মনের মানব-মানবীর রাতের বিষন্নতায়
দেখা হবে কী আবার! নাকি সবই তাঁর তামাশা
স্বপ্ন দহনে পুড়ি তবুও যত্নে রাখি তাঁর ভালবাসা
অহনা, মনসুরাবাদ, ৯ মে, ২০১৫