সময় আজকাল চলে তার আপন গতিতে
সাধ্য থাকলেও ধরা যায় না তারে কোন যাদুতে
এভাবেই চলে গেল আমাদের সম্পর্কের ১৭ বছর
চিন্তাহীন লোকের লম্বা হচ্ছে শুধুই ভুলের বহর-
তাঁর কায়ায়, দ্যুতিতে আর স্বিগ্ধ জিদের দৃঢ় ক্ষনে
রঙ্গীন ভালবাসায় কক্ষ্যচ্যুত নীতির উত্তপ্ত অপমানে
জানা হয়নি কখনো দুজনার মনের দূরত্বের ফারাক
ঐদিনটি ভুলে থাকতে চাইলে সে কেন হয় অবাক!
একদিনের মধ্যেই নিহীত থাকে যদি সে বন্ধন
অন্য দিনগুলোতে কেন তবে শোকের শুভ্র ক্রন্দন?
হাসি কান্নায় মাখামাখি সংসারের সুপ্ত নীল জীবন
রোগে-শোকে আচ্ছন্নতায় ভরে আসছে সুখের মরন
মরনরে ভালবাসা অন্যায় কিছু নয়, কবি যেমন বাসে
তারই সাথে হয়েছে মিলন, তবু সে কেবলই মৃদু হাসে!
দুঃখের ভেতর চলতে চলতে নেই আর অনুভূতি
সারা বছরের একটি দিন স্মৃতির আড়ালের বিস্মৃতি!
সন্ধ্যা হলেই সবাই ঘরে যায় আপন জনের কাছে
আমার সন্ধ্যা কী রাত কাটছে এখন গাঁজা গাছে গাছে
টান দিয়ে শুয়ে থাকলে, হাজার স্বপ্নেরা ভিড় করে
তাঁকে নিয়ে ভাবনার সময় সে ঘুমায় অন্যশোবার ঘরে
নারী তুমি অন্তহীন ভিত্তিহীন সুখের ঘরে দুঃখের কুল
নারী বা রমনীহীন থাকাটা কী কবির মনের আপন ভুল?????
ঢাকা: ২৪ মাচ, ২০১৫