ফাগুনের বাতায়ন- ফখরুল করিম

ভালবাসায় থাকে শুধু মিলন বিচ্ছেদের আচ্ছাদন
হা-হুতাশ আর আগুনে পুড়ে অংকুরোদগমের মন
চেতনানাশক ঔষধ দিয়েও যায় না তারে সারা
ব্যত্যয় ঘটলেই হয় বুঝি দূর আকাশের তারা-
ভালবাসায় খুঁজে বেড়াই আমার বাংলার গান
খুঁজতে বেরুলেই তুমি কর আমায় অপমান ।
হারজিতের দোলাচলে জীবন আজ সন্ধিক্ষণে
হৃদয়ের কারাগারে রাজবন্দি তুমি সারাজীবনে
ভাঙ্গতে হবে নীরবতা জ্বালাতে হবে আলো
তুমি আমার গোপন প্রিয়া, বসন্ত যে এলো-
পায় না খোঁজে এমন হাওয়া সারা বছর জুড়ে
তোমার আমার মিলন হবে বাসন্তী বাঁশির সুরে-
পাখির কোলাহল কোকিলের কুহু কহু তানে
প্রেমলীলায় ঝড় বইবে সতী-সাধ্বীর কুঞ্জবনে-
নব্য প্রেমিক আফসোস করে জড়াবে শত কান্না
তোমার মাঝেই আছে আমার মনি মুক্তা পান্না-
সত্য মিলনে বাঁধা আছে আমরা সবাই জানি
হৃদয় ভেঙ্গে চুরমার করে তোমার ঐ চাউনি
ভালবাসার ধূম ঘরে জ্বলবে আলো সারাক্ষণ
আসবেই তুমি, তাই খুলে রাখছি এই ফাগুণের বাতায়ন।
[ ১৫ মাচ, ২০১৫, বাবে, ঢাকা।]

0.00 avg. rating (0% score) - 0 votes