অসহ্য জীবন! ফখরুল করিম

নদীর আঁকাবাঁকা পথের শান্ত রূপের মতন
কখনোবা অশান্ত ঢেউয়ের তুমুল রাঙানীতে
পাহাড়ের চূড়ায় আহরনের দুঃসাহসিকতায়
আকাশের নীলে হারিয়ে যাওয়ার ভাবনায়blind_love_by_eka_ekatherine
বরফের শুভ্র বেদনারর এক নীল আসক্তিতে
কখনোবা জীবনের ফেলে আসা অতীতের
ঘাত-প্রতিঘাতের! অবেলায় ঘুমের স্বিগ্ধতায়
নেশায় ঘোরের আবোল-তাবোল বাক্যবানে
কী এক অজানা সুখের নিস্ফল প্রসাদনে
অট্রালিকার চতুস্কোনের খুপড়ির ম্রিয়তায়
যৌবনের কারুশিল্পের কামের দারুণ মেলায়
পথ হারিয়ে পথের দিকের ভীষণ আকুলতায়
প্রেমিকের সাজানো বাসরের চারু-কারুকলায়
কেউ কেউ ফিরেছে সুখের সন্ধানের মুলধারায়
অনেকের ভিড়ে সে আজ পড়ে আছে ডাঙায়!
কত চাই আর কত চাই! প্রয়োজনের বেশী
সেতো চলে যায় অনায়াসে পরের ডেড়ায়
এক জীবনে দেয় না ধরা জীবনের সকল সুখ
অসহ্য জীবনে ফিরে ফিরে আসে কেন তাঁর মুখ!

ঢাকাঃ ২৩ জুলাই, ২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes