সোনা বন্ধু

সোনা বন্ধু । শফিক তপন
——————————————-
বন্দী করে রাখব তোমায় মোর অন্তর এ আত্তায়
আদর দিয়ে সোহাগ দিয়ে ওগো রাখব যে মাথায় ।
সোনা বন্ধুর মনটা দেব যে ভরে কানায় কানায়,
বসিয়ে দেব মোর মন ভ্রমরার রঙিন দুটি ডানায় ।

শিউলি ফুলের মালা গেঁথে পরাব তোমার খোঁপায়,
মেগলা কাল কাজল দেব তোমার দু নয়নে পরায় ।
চাঁদের জ্যোৎস্না মাখাব আমি তোমার সারা গায়,
স্বপ্নে রাঙান মধুর সুখে দেব তোমার বুক ভরায় ।

কইব কথা যত কানে কানে কেহ না শুনতে পায়,
আদর করে ডাকব কাছে তোমায় চোখের ইশারায় ।
তোমার মনের গোপন কথা বসে শুনব নিরালায়,
হাওয়ায় দোলা এলো চুলে আমি দেব হাত বিলায় ।

রঙ ধনুর সাত রঙে আকাশ যেমন করে সাজায়,
নানা রঙের কোমরের বিছা দেব তোমার মাজায় ।
সাত সমুদ্র তের নদী খুঁজে খুঁজে বালুকা বেলায়,
কুঁড়িয়ে এনে পরাব গলায় ঝিনুকের মালা বানায় ।

ঝলমলে এক লালশাড়ী এনে পরাব তোমার গায়,
মেলায় নিয়ে আলতা কিনে রাঙাব তোমার পায় ।
নিঝুম রাতে প্রেমের জলে চড়াব ভালবাসার নায়,
যতন করে ঘুম পারাতে আমি দেব বুক বিছায় ।

0.00 avg. rating (0% score) - 0 votes