বলবো না আর তোমাদের কথা
আর না
তোমাদের স্বপ্ন, আহ্লাদ, দুঃখগাথা,
বার বার ফুটেছে পদ্ম হয়ে বিষাদের কাব্যে
সুনিপুণ করুণ সুরে
বাহবা দিচ্ছ কবিতা কবি লেখনি-হাতকে
তোমাদের দুঃখের অনলে পুড়ছে কবির হৃদয়,
ভাবছো তাই ?
বিশ্বাস করো, কবি পরক্ষণেই লিখে ফেলবে
হৃদয় নিংড়ানো প্রেমের কথা
প্রেয়সীকে।
তোমাদের হাসি, কান্না, আনন্দাশ্রু,
ঝরে ঝরে গড়ে তুলবে নোনা নদী
আবেগের ঝঙ্কারে পাঠকের মনে
খ্যাতির শিখরে চড়ে বসবে কৌশলী লেখক
নিচুস্তরের মন-মানুষের কন্ঠস্বর হয়ে
কি ভাবছো ?
এবার দুঃখ ঘুচবে,
খাদ্য আর পানি ঝরে পড়বে প্রতিটি বাড়ির জীর্ণ কোণায়
ওটা প্রাপ্য লেখকের সম্মানীতে
উঁচুস্তরের লোকের হাত-তালিতে