আকুতি

১৩-০৭-২০১৫
মাগো,তোর সন্তান ফিরতে চায়
মাথা রাখতে চায় তোর কোলে।
বড় শংসয় মনে
ফিরব কবে ঘরে ?
মাগো, পেপে গাছটা কি হয়েছে তাজা
চিংড়ি মাছ কি হয়েছে ভাজা?
বাবুটা কি হাঁটে এখন
কারো হাত না ধরে,
ফিরবো কবে ঘরে?
মাগো, পথে ঘাটে যত নষ্টের খেলা
পশুরা সাজাচ্ছে রঙ্গের মেলা।
রক্ত যখন হোলির রং
পাশবিকতায় পূর্ণ মানব মন,
এতো কিছু পাশ কাটিয়ে পারব কি আসতে।
ফিরব কব ঘরে?
মাগো, বড় ভয় হয়
যদি নামটা মোর উটে যায়প
ফেলানি,রাজনের নামের পাশে।
ফিরব কবে ঘরে?
মাগো,যদি ফিরতে পারি ঘরে
সক্রেটিসের বিষের পেয়ালা দিও মুখে ঢেলে,
তবুও মরতে পারি যেন তোর কোলে
মাথা রেখে।
ফিরব কবে ঘরে?
যদি ফিরতে পারি ঘরে ঘরে।

0.00 avg. rating (0% score) - 0 votes