আইসেন আমার বাড়ি । শফিক তপন
————————————–
ওআমার পরানের বন্ধুরে একবার আইসেন আমার বাড়ি,
শীতল পাটি বানাইছি বিছাইয়া বসতে দিমু তাড়া তাড়ি ।
আপনেরে নিজ হাতে মজা কইরা বানাইয়া খাওয়ামু পান,
বাঁশি বাঁজাইয়া হুনাইবেন মোরে পীড়িতের একখান গান ।
তাল পাখা দিয়া করমু বাতাস আপনের ঘামে ভিজা গায়,
পিন্দনের শাড়ী দিয়া খেতা সিলাইছি লাইরা দিমু বিছানায় ।
তেলের পিঠা বানাইয়া রাখছি আর চিতল পিঠাও খাইবেন,
চিংড়ি দিয়া আমি রানমু লাউ লগে ডাইলের বড়া পাইবেন ।
আমি পথ চাইয়া থাকমু আপনের লাইগা অবশ্যই আইবেন,
হাত জোড় কইরা বলি আপনে মোরে দেহা দিয়া যাইবেন ।
মনে অনেক কথা আছে জইম্মা রইছে কওনের কেহ নাই,
আমি দুঃখের কথা কইমু খুইলা আপনেরে যদি কাছে পাই ।