কেনো অবুঝ রাজন মরে দিন দুপুরে

কেনো অবুঝ রাজন মরে দিন দুপুরে
সবুজ আহমেদ কক্স

rajan 67

 

আমরা কোন যুগে এসে পড়লাম
রমজান মাসে আত্নশুদ্ধি না করে মানুষ মারছি
তাও আবার শিশু…
পিটিয়ে পিটিয়ে হত্যা মৃত্যুর আগ পর্যন্ত
আমরা কি সেই আইয়্যেমি জাহিলিয়াতের
দিকে ধাবিত হচ্ছি দিন দিন
মানুষের মানবিক গুণাবলি কি হারিয়ে গেছে
কেনো অবুঝ রাজন মরে দিন দুপুরে
আমরা কি সত্যিই ডিজিটাল আধুনিক যুগে আছি
প্রশ্ন জনে জনে
প্রশ্ন মনে মনে …#

rajn 88

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “কেনো অবুঝ রাজন মরে দিন দুপুরে

Comments are closed.