ভিজতে ভিজতে

হাত পা ছড়িয়ে রোদের সাথে গল্প করতে করতে

হঠাৎ এক ঝাঁক বৃষ্টি এসে গেল ,

বাড়ির উনুন পেষাই গমের চাদর ধানের আলমোড়া

প্রজন্মের শুকনো পরিচ্ছদ বইয়ের মলাট

আগামীর ঘুঁটে জ্বলানি

এ সব কুড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে ছাদ হতে হতে

ভিজিয়ে একসা করে দিল

আমার বিক্ত শুষ্ক তাপে জর্জরিত রুক্ষ প্রাণ ।

ভাগাভাগি সবে রোদের উঠোন জোড়া  মুক্ত আলাপ

ফোঁটায় ফোঁটায় স্রোতে ভেসে চলল

আল পেরিয়ে মাঠ

মাঠ পেরিয়ে পুকুর

পুকুর পেরিয়ে খাল বিল নালা নদী ,

ভাবলাম সমুদ্রে এবার উথাল পাথাল হয়ে জীবন হয়ে যাব ।

কোথায় কি ? উজানে ভেসে বেড়াই ভাটায় ছটপট

আবার মেঘের ভেতরে মেঘ

জমতে থাকা পোড়া আগুনের কাঠকয়লায় মাখামাখি

আর রোদ্দুরের সাথে বয়স পেরিয়ে

বৃষ্টিতে ভেজা সেই সব দিনকাল ।

বাঁচার নামতায় এমন অজস্র ধারাপাত

স্রোত হয়ে শুধু ভেসে যায় ,

ভিজতে শেখা জীবনের সংজ্ঞায়

বার বার শুধু পিছিয়ে পড়ি আমরাই ।

0.00 avg. rating (0% score) - 0 votes