নিষ্ফল প্রয়াস

যে পথে গিয়েছিলেম
সে যে পথ হাঁটার নয়,
যা নিয়ে গেয়েছিলেম
সে যে গান আমার নয়।
যে কারণে হেসেছিলেম
সে যে কিছু হাসির নয়,
যা নিয়ে কেঁদেছিলেম
সে যে হেতু কাঁদার নয়।
যে আশায় বসেছিলেম
সে যে কভূ আসার নয়,
যা নিয়ে লিখেছিলেম
সে যে হৃদ-ভাষার নয়।
যে তপ সপেছিলেম
সে যে তার যোগ্য নয়
যা নিয়েই এগিয়েছিলেম
সে যে সবই পণ্ড হয়।।

0.00 avg. rating (0% score) - 0 votes