দ্বীন ইসলামের হেফাজত । শফিক তপন ৫-৭-২০১৫
———————————————————————
দুই জাহানের বাদশা যিনি আমার রাব্বুল আলামীন,
তিনিই আমার শ্রেষ্ঠ প্রভু দিয়েছেন ইসলাম ও দ্বীন ।
এই দ্বীন ইসলামের হেফাজত আমি মনে প্রানে করি,
আমার সকল ইবাদতে আল্লাহ্ ও রাসুলের নাম স্মরি ।
পবিত্র কোরআন আল্লাহ্ তালার মহান অমূল্য বানী,
তাঁহার অশেষ মেহেরবানী দুনিয়াতে দিয়েছেন আনি ।
ইসলামই সারা জাহানের মুক্তির একমাত্র সঠিক পথ,
সকলেই যেন হতে পারে নেক ঈমানদার নির্ভীক সৎ ।