এবার কটা কথাতেই সেরে ফেলতে হবে
বাকী জীবনী ,
না হলে আবার কে বা কারা ঘুম থেকে উঠেই
বলতে শুরু করবে তুমি কে হে ?
এত অগোছালো অসম্পূর্ণ অচল গতানুগতিক ।
খুব সহজে সহ্য করে নিতে কষ্ট হবে
আবার এসে গেছে ভেবে জায়গাও ছেড়ে দিতে হবে
সারাদিন তো আর কচুরিপানায় মুখ লুকিয়ে থাকতে পারব না ।
তার চেয়ে তল্পিবাহক সামাজিক হয়ে
নিজস্ব মর্যাদায় শেষ করে ফেলতে হবে আপন গরিমা ,
যেটুকু আছে তাও তো কম নয়
তোমার পাশে বসতে পারি , হাত ধরতে পারি
ভালোবাসতেও খুব একটা পিছিয়ে নেই ;
এ সবই তো চিরন্তন
আর সত্যের গায়ে গায়ে আমি সতত ।