নিস্তব্ধ রজনী,ডুবন্ত চাঁদ
রাস্তার অতন্দ্র প্রহরী ল্যাম্পপোস্ট,
নিয়ন আলোয় ছুটে যাওয়া ইন্জিনবক্স
কিংবা হঠাৎ ডেকে যাওয়া অচেনা শহুরে পাখি,
সবই দৃষ্টির অতীতে ছিল সেদিন।
উল্কার আঘাতে বিচ্ছিন্ন গ্রহাংশে
আদিমতায় মেতেছিল যুবক সেদিন,
সাথে প্রেমিকা আর তার এঁকে দেওয়া,
প্রতিটি চুম্বন চিহ্ন।