স্বপ্ন, আমি তোমাকে ভুলতে চাই

স্বপ্ন,

আমি তোমাকে ভুলতে চাই ৷

তোমার গোলাপ পাঁপড়ির ঠোঁট—

বরফ সাদা রঙ—

ভ্রমর কালো চোখ—

ভূবন মোহিনী হাসি— আমাকে পোড়ায় ৷

তোমার আগুন ঢালা রূপের টানে

যতই তোমার কাছে যাই ,

ততই রক্তাক্ত হয় আমার কোমল হৃদয় ৷

 

তুমি তো ধনীর দুলালী

হবে ধনবানের অন্তঃপুরবাসিনী ৷

দুঃখ দারিদ্র্য তোমাকে উঁকিমেরেও

দেখতে পায়নি কোনোদিন—

পাবেওনা (আশা করি) ৷

 

আমার ভেসে যাওয়া

উচ্ছল অসচ্ছলতার কূলপ্লাবি স্রোতে ৷

অনটন অনবরত আমার ভাগ্যকে দেয়

শঙ্খচূড়ের চুম্বন ৷

আমার আশার ডালে ডালে

ধরে রয়েছে সব পেয়েছির ডুমুর ফুল— ৷

এর মাঝে তোমাকে কোথায় রাখি ?

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes