তোমায় মনের কথা জানাবো ৷
তোমার চোখে মরন খুঁজে
বিষের নেশায় চক্ষু বুজে
দহন জ্বালা জুড়াবো—
তোমায় মনের কথা জানাবো ৷
চৈত্র শেষের ঝড়ের রাতে
বিজন নদীর উজান স্রোতে
একলা আমি বৈঠা নিয়ে
তোমার সাথে হারাবো—
তোমায় মনের কথা জানাবো ৷
পলাশ বনের দূর লালিমায়
কৃষ্ণচূড়ার আবীর আভায়
সবুজ পাতার অবুজ বনে
স্বপ্নে তোমার হারাবো—
তোমায় মনের কথা জানাবো ৷
তোমার হাসির বর্নছটায়
কাজল কালো চোখের ভাষায়
ঠোঁটের লালে গোলাপ গালে
কৃষ্ণচুলে ডুব দেব—
তোমায় মনের কথা জানাবো ৷