তোমার জন্য পাগল আমি
সকাল থেকে রাত,
তোমার জন্য পাগল আমি
সন্ধ্যা থেকে প্রভাত।
তোমার জন্য পাগল আমি
ফুলে মৌমাছি,
তোমার জন্য পাগল হয়ে
দিন রাত্রি বাঁচি।
তোমায় আমি ভালবাসি
তাইতো আমি ধন্য,
তোমার জন্য বেঁচে আছি
জন্ম তোমার জন্য।
তোমার জন্য পাগল আমি
সকাল থেকে রাত,
তোমার জন্য পাগল আমি
সন্ধ্যা থেকে প্রভাত।
তোমার জন্য পাগল আমি
ফুলে মৌমাছি,
তোমার জন্য পাগল হয়ে
দিন রাত্রি বাঁচি।
তোমায় আমি ভালবাসি
তাইতো আমি ধন্য,
তোমার জন্য বেঁচে আছি
জন্ম তোমার জন্য।