মহিমান্বিত রমজান

মহিমান্বিত রমজান । শফিক তপন
——————————————
মুসলিম জাহানে রমজান এসেছে
খোদার তরফ থেকে একটি মাসের জন্য,
পবিত্রতা ও রহমতের সওগাতে
ভরা সকল মাসের চেয়ে এই মাস অনন্য ।

মুসলিম জাহান একত্রে দলেদলে
আত্মত্যাগ ও শুদ্ধির চূড়ান্ত পরীক্ষা দিয়ে,
কামিয়াবি হয়ে বেঁচে থাকবে
মিলেমিশে ধৈর্য, সংযম ও সহিষ্ণুতা নিয়ে ।

প্রাণ আমার আজিকে ধন্য হল
রমজানের ঐ মহিমান্বিত সুধার মূর্ছনায়,
জীবন আমার সর্বদা সপে দেই
ওহে অন্তর্যামী তব সুবর্ণ বিমলিত পায় ।

শফিক তপন
Canberra,
২৩/৬/২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes