আমি তোমার মত পারি না
তা বলে এত কথা বলো না !
আমার মধ্যে আমি বাস করে
তোমাকে তুমি দেখাব কি করে ,
আমার পায়ের ছাপে শুধু আমি
তুমি তো আমার অনুগামী ।
ভাল খারাপের বিচারক কে
আমি বা তুমি বহুরূপী জন
এত হৈ চৈ শেষে সেই তুমিই
তুলনায় আমি তাই হলে তুমি ;
উল্টো গানে বাজনাও উল্টো
আমি তুললাম আঙ্গুল কি হে তুমি
পার না কেন আমার মত ?
এক সাথে হাতে হাতে এগিয়ে
কেউ কম কেউ বেশি চলছে
যে যার নিজেকে নিজের মত
ছবি আঁকুক সত্ত্বা সম্পর্কের ।
nice
ভালো লাগলো পড়ে
দাদা < থাকলো শুভ কামনা