লেখাপড়া ও প্রেম
মোঃ ফারুক হোসাইন ফাহিম
মন ছটফট করতে থাকে
সকাল বেলা রোঁজ।
তাই ঝটপট বই-খাতা ব্যাগ
করতে থাকে খোঁজ ।
নাস্তা খাওয়ার নেই যে সময়
আগেই ড্রেস আপ ।
বাড়ি থেকে বাহির হওয়া
সেটাই আসল চাপ ।
স্কূলে যাক কিংবা কোচিং
একটু হলেই লেটিং ।
মন উটলা ঝড় উঠে যায়
করবে কখন ডেটিং ।
করবে কোথায় ডেটিং
জায়গা থাকে সেটিং ।
মিষ্টি হাঁসি ফুল বিনিময়
সকাল-বিকাল এসে ।
এমনি করে দুজন- দুজনকে
যাচ্ছে ভালোবেসে ।
এমনি করে প্রতিদিন
যাচ্ছে হেঁসে হেঁসে
লেখাপড়ায় লাড্ডু খেলো
দুজন অবশেষে ।
আস্তে আস্তে প্রেমেও
যাচ্ছে ফেঁসে ।
বুদ্ধি হবে তাঁদের
কবে কিসে ।