প্রেমিকার স্বর্গ গমন

মেঘে মেঘে ঘর্ষন
একটু আলোর দ্যুতি,
বর্ষারাতে নিস্তব্ধ মর্তে আমি,
কিংবা স্বর্গে আফ্রোদিতি।
সে হারাচ্ছে দেবিত্ব,
আর আমি প্রেমিকা।
মর্তের নমিতারা স্বর্গে যাবে,
আফ্রোদিতি মর্ত্যবাসে।
ঈর্ষাকাতর ষোড়শীদের পদচারনায়,
আমি-আমরা ভাল নেই।
নমিতারা এখন দেবভোগ্য,
আফ্রোদিতিও আমার নয়,,
মাঝরাতের এই বর্ষণে
দু’জোড়া ঠোঁটের চাষাবাদ কতদিন হয় না।।

0.00 avg. rating (0% score) - 0 votes