গোপন প্রেমের দৃশ্য । শফিক তপন
——————————
প্রিয়া তব মৃগয়াখিতে চাহিয়া
আমি কপোলে কপোল মাখিয়া
খুঁজিয়া লইব তব গোপন বিশ্ব ।
প্রিয়া তব মুধুভরা বুক চষিয়া
মম বাহুতে তব অঙ্গ বাধিয়া
অপলকে দেখিব হৃদয়ের দৃশ্য ।
প্রিয়া তব অভ্যন্তরীণে বসিয়া
ভালবাসিব আমি হৃদয় ভরিয়া
তোমায় করিব যথাযথ নিঃস্ব ।