ভালবাসি

সন্ধ্যাতারার ঝিকিমিকি
পিয়ার চোখের দুঁষ্টুমি,
গান গায় গুনগুনি।
ছন্দহারা কোলো বেণি
ঝুঁলে আছে সাদা বেলি,
অঝোর ধারায় মুচকি হাসি
আমি বড়ই ভালবাসি।

0.00 avg. rating (0% score) - 0 votes