বেদজ্ঞ বৈশাখ

ঋতুদের রঙ্গমঞ্চে প্রথম প্রবেশ
বেদবিৎ ঋষি রূপে,
রাখে অগ্নিমন্ত্রে পরিশুদ্ধ প্রত্যাদেশ।

আগত বৎসরের সম্ভাব্য রূপায়ণে
তার প্রণীত নির্দেশ
প্রতিষ্ঠিত হয় কুশাগ্র-বারি সিঞ্চণে।

পর পঞ্চ ঋতু্র ক্রমিক আগমন
পূর্ণ সিদ্ধির পর্যায়ে
নিষ্ঠাভরে প্রত্যাদেশ করে সম্পাদন।

0.00 avg. rating (0% score) - 0 votes