কেন খুঁজি তাহারে
————————————————–
এই বার্লি গ্রিফিন
দীঘির পাড়ে
আমি আসিগো ফিরে বারে বারে,
প্রিয়াকে হারানোর
বেদনা বিষাদে
বুক ফেটে যায় আজ হাহকারে ।
এই অশান্ত হৃদয়ের
নীরব আধারে
আমি যেন হারিয়েছি কাহারে,
সেই স্বপ্ন হারিয়ে
স্মৃতির মিনারে
আজ কেন খুঁজে ফিরি তাহারে ?
নিশ্চল মনোরম
স্বপ্ন বিজড়িত এই
শান্ত বার্লি গ্রিফিন দীঘির পাড়ে,
নিভৃতে আনমনে
আমার মন শুধু
তোমায় খুঁজে ফিরে বারে বারে ।
অদ্ভুত অপূর্ব এক
স্বপ্ন সেদিন তুমি
একান্তে উপহার দিয়েছিলে মোরে,
নিস্পন্দ চেতনায়
জোনাকির মত
জ্বলে তা এক কুহেলিকার ঘোরে ।
—————————————————-
শফিক তপন
ক্যানবেরা,
১৮-৫-২০১৫