লিমেরিক গুচ্ছ ২৪

এক। (এ জীবনে বসন্ত)

এ জীবনে বসন্ত আর কতদিন রয়
প্রকৃতির যেমন চৈতের শেষে ক্ষয়;
চৌচির হয় মাঠ প্রান্তর
বৈশাখী ঐ তাণ্ডব ঝড়
রয় না আর চির সবুজ লাবণ্যময়।

দুই। (কোকিলের কুহু ডাক)

আর শুনি না কোকিলের কুহু ডাক
তর্জন গর্জন নির্মম বাতাসের হাক;
ফুলেল সুরভিত প্রকৃতি
বিবর্ণ বিধ্বস্ত রাতারাতি
মানুষ পশু পাখি বিস্মিত হতবাক।

অন্ত্যমিল: ক ক খ খ ক

0.00 avg. rating (0% score) - 0 votes