কারিগর

karigor
ধরিত্রীর অঙ্গ ঢাকা নীল ঐ আকাশে
বিনুনি সাজানো যেন রঙ মাখা ফুলে;
গায়ের মিষ্টি সৌরভ ছড়ায় বাতাসে
পাখিসব গায় গান বসে বৃক্ষ ডালে।
প্রবাহিত স্রোতস্বিনী কলকল তানে
রাখাল বাজায় বাঁশী প্রেমিক উদাসী;
মিছিমিছি কাদা পথে চলে আনমনে
দুলে ধান ক্ষেত মুখে যেন স্বর্ণ হাসি।

ভোরের গগনে জেগে উঠে রক্ত রবি
সিঁদুর পরিয়ে দেয় ধরিত্রী ললাটে;
রাতে ঐ তারার মেলা ঝলমলে সবি
শশীর শুভ্র কোমল স্পর্শ পথে ঘাটে।
অদৃশ্য জগতে বসা কে ঐ কারিগর
নিয়ত আঁকে, কখনো নেই অবসর। 

চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ

0.00 avg. rating (0% score) - 0 votes