(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)
এক
ঝড়ে জীবনে
বুকে বিজলী ঘণ্টা
বৃষ্টি নয়নে।
দুই
শিশির ঘাসে
প্রেম, আকাশ তলে
হেমন্ত আসে।
তিন
ঐ প্রজাপতি
পেতে পুষ্পের ছোঁয়া
পাগল মতি।
চার
এ পৃথিবীটা
কখনো তেতো ঝাল
কখনো মিঠা।
পাঁচ
এই শরতে
জোনাকি চায় জিতে
নিভি আলোতে।
ছয়
হৃদয় পাখি
করে না কলরব
ভেজা এ আঁখি।
মাত্রা:৫-৭-৫