লুকানো-ছাপানো কিছু নেইঃ হাসান হামিদ

তোমায় যে ভালোবাসি তা আজ প্রকৃতিও জানে ।
জানে বৃষ্টি-রোদ, মিষ্টি বাতাস; আমার আধ পুরানো বারান্দা,
মাছের মতোন একলা ঘুমানো সজীব সময় এবং
তোমায় যে ভালোবাসি তা জেনে গেছে
স্থায়ী-অস্থায়ী সবগুলো নিজস্ব ঠিকানা ।

তোমার পদতলে আমার সুখ স্বপ্নাবলি রেখে
আমিই চিৎকার করে জানিয়েছি ওদের-
আর আমার তাতে কি ভালো যে লেগেছে !

জেনে গেছে টুথপেস্ট, লেখার টেবিল; সানগ্লাস,
ধবধবে সাদা ভাতের নিচে জমে থাকা লুকানো কাঁকর,
দেয়ালে টাঙ্গানো দরবেশমার্কা রবীন্দ্রনাথ,
তোমায় যে ভালোবাসি এই কথাটি রাষ্ট হয়েছে সবখানে ।

জেনে গেছে পড়শী যুবতীর কড়া খাড়া নাক,
অন্ধ শুঁয়োপোকা, দেনার পেন্ডুলাম, বিক্ষত চাঁদ,
বৃষ্টির দখলে থাকা যতগুলো কবিতা- ওরাও জেনেছে
তোমায় যে ভালোবাসি তা আজ নদীটিও জানে ।

উৎসর্গঃ আমার যমজ কন্যাদ্বয়ের ভবিষ্যৎ মাতা কে-

0.00 avg. rating (0% score) - 0 votes