কেমন মেয়ে আমার পছন্দ: হাসান হামিদ

হাইটে আমার কিছু যায় আসে না, ম্যাচিং ব্লাউজেও-
কিংবা গায়ের রং, নাকের গড়ন যেমন তেমন হলেও ক্ষতি নেই..
হাঁটাটি ভালো হওয়া চাই ।
গান না জানলেও পুরানো দিনের গান যেনো ভালোবাসে;
আর কথা বলতে বলতে নিজের বুকের দিকে যাবে না তাকানো ।
কবিতা বুঝতে হবে, চা বানানোটাও রপ্ত থাকা চাই,
ঘরকুণো বা পায়ের নিচে সর্ষে থাকলে কিছু নয়;
তবে মাথা ঘুরিয়ে দেওয়া কথা যেনো বলে মাঝে মাঝে ।
আর ভালবাসার অনুপাত যেনো বুঝে ঠিকঠাক..
মুখে সদা থাকবে হাসি ভাবখানা আর
রবীন্দ্র ভাবনার হলে বেশ ভালো, সাজগোজে মাঝারি,
সীমাবদ্ধতা বুঝবে আর নাকফুল আমার পছন্দ নয়..
স্বপ্ন বুননে পারর্দশী হলে কথা নেই
এবং আমার সমস্ত মনজুড়ে লেপ্টে থাকতে হবে
জানালার গ্রিলে সেঁটে থাকা পুরানো পর্দার মতোন, ব্যাস ।
উৎসর্গঃ যার গলায় রবীন্দ্র সংগীত শুনলে মনে হয় শান্তি নিকেতনে বসে আছি ।

0.00 avg. rating (0% score) - 0 votes