কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে
যদি আমায় ভালবেসে ফেলো,
যদি আমি ছাড়া পৃথিবীর আর সব ভুলে টুলে যাও ।
সর্বোচ্চ রিখটার স্কেলে বুঝি হবে ভূমিকম্প ?
যদি আমার মুমূর্ষু মনটিরে “ভালোবাসি” মন্ত্রটি শোনাও ।
কি এমন হবে যদি আমার দিকে নিজেকে তুমি
উন্মোচন করে দাও, না হয় আমার সামনেই
খোলামেলা হলে মানান সই;
সংকোচ আর সব নিষেধ দলামোচা করে
যদি এই দু’বাহুর আলিঙ্গনে লুকাও ।
কি এমন দু’কূল ছাপানো বন্যা হবে দেশজুড়ে ?
যদি জড়তা সড়িয়ে তুমি আমাকে জড়াও ।
আমায় ভালোবাসি বললে বুঝিবা
পৃথিবীর উঁচু ভবনটি ধ্বসে যাবে এখনই ?
অথবা তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে দুনিয়া জুড়ে ?
মাটি জল হবে ? ঝড় উঠবে বঙ্গোপসাগরে ?
কি এমন তছনছ হবে- পাপ হবে-
যদি একটু, একটু মমতা মাখানো ঠোঁটে
উচ্চারণ করো “ভালোবাসি” শব্দটি;
আমি বুঝি না- আমাকে বুঝাও !!