পথ ছাড়ো ব্যস্ততা, সুসময়, কোলাহল, পথ ছাড়ো
পথ ছাড়ো সুবিনয়, অলিগলি আধচেনা, পথ ছাড়ো ।
পথ ছাড়ো প্রতিশ্রুতি, সুখনিদ্রা, একরেট,
পথ ছাড়ো স্বপ্নেরা, পথ ছাড়ো হলগেট ।
পথ ছাড়ো শাহবাগ, ক্যাম্পাসের রোদ-ঝড়,
পথ ছাড়ো রাতজাগা, ঘুটঘুটে অন্দর ।
পথ ছাড়ো ।
পথ ছাড়ো শ্লোগানেরা, অযথার খরচা,
পথ ছাড়ো ক্যান্টিন, দু’টাকার রং চা,
পথ ছাড়ো সিঙ্গারা, চাওমিন- চাইনিজ,
পথ ছাড়ো নীলক্ষেত, জ্ঞানপাপী গিজগিজ,
পথ ছাড়ো ।
পথ ছাড়ো চেকনোট, ভাঙ্গা মন, ভেজা চোখ,
পথ ছাড়ো ভালবাসা, উৎসুখে ভরবুক,
পথ ছাড়ো সুবাতাস, বারান্দার যত গ্রিল,
পথ ছাড়ো সাদামেঘ, আধমরা গাঙচিল ।
পথ ছাড়ো ।
পথ ছাড়ো অন্ধকার, নিমগ্ন বালিশ,
পথ ছাড়ো দূরত্বের দূরগামী পথ,
বাড়ি যাবো, বাড়ি…
উৎসর্গঃ শিককাবাবের মত গেঁথে থাকি তোমার কাঠিতে… তোমাকেই ।