তদন্ত কমিশনের রিপোর্ট : হাসান হামিদ

স্বর্ণের একখানি খনি আমায় ডেকেছিলো, যাইনি ।
দরোজায় কড়াঘাতের ধরন বুঝেই জানিয়ে দিয়েছি অসম্মতি;
স্নেহ সবুজ সমুদ্র রাত জেগে অপেক্ষায় ছিল আমার,
আমি যাইনি, বলেছি, “আমি সাঁতার জানি না”।

উজান গাঙ্গের মতোন কোমরের বাঁক, ধবধবে নখ,
ঘন ভুরু, পুষ্ট বুক, এই রঙ কুমারী বিষের শরীর;
উন্মুল বাসনা বিদ্ধ নরম যৌবন বিছিয়ে রেখেছিলো
দ্বার খুলে ভিজিয়েছিলো দেহ, ষোলগুটি, ষোলগুটি,
আমি তবুও যাইনি ।

ডেকেছিলো বিষপাত্র, অবিশ্বাস, বনেদি শাসন,
ঘরদোর, ভিটেমাটি, ডেকেছিলো আর যতো ভাতের বাসন,
ডেকেছিলো হাবিয়া দোজখ, বিতর্কিত চুম্বন, ইলিশের ভাঁজা,
প্ররোচনার ঘেরা টোপ, জলপাই ফাঁদ, আমি পড়িনি ।

সৌন্দর্য আমায় ডেকেছিলো, অনুতপ্ত অন্ধকার;
ডেকেছিলো প্রাচুর্য, ডেকেছিলো প্রসাধন, রক্তাক্ত কাতরতা;
ইশারায় ডেকেছিলো পাপ, সোনালী শ্বাপদ,
আমি ঘুমের দোহাই দিয়ে পাশ কাটিয়েছি; যাইনি ।
বনেদি বেশ্যার কোমল কন্ঠ আমায় ডেকেছিলো, আমই যাইনি ।
আমি গিয়েছি হাড়ের ভিতরে লুকানো অনাহারের কাছে-
ভালবেসে আমি অতঃপর যাবো আমারই নিকটে ।

0.00 avg. rating (0% score) - 0 votes