আমি চাইলেই ভিখিরির থালায় জমে মুদ্রা
মুজিব ছবিওয়ালা কড়কড়ে দশটাকা নোট,
সব ধাতব দ্রব্যাদি মুহূর্তে স্বর্ণ হয়ে যায়;
আমি চাইলেই বালিকা সুবোধ মেয়েটি
সবার আবডালে ভুল বানানে লিখে ফেলে প্রেমের চিঠি ।
আমি চাইলেই যে কোন ফুল গোলাপ হয় ।
আমি চাইলেই মাসের তিরিশটা দিনই
জোছনা জোছনা করে ভেসে যায় শহর-
র্যা ডিসন হোটেলের সুসজ্জিত কামরায়
জমে উঠে মোহময় সেক্সঅ্যাপিল, নির্জলা নিখাদ ।
চওড়া রাস্তায় নীলাভ ধোঁয়া উড়িয়ে ছুটে চলে
ইমপোর্টেড টপগিয়ার মার্সিডিজ ।
রোকেয়া হলের শ্যামলা মেয়েটি চোখ লাল করে
রাতজেগে টেডহিউজ পড়ে, আমি চাইলেই ।
আমি চাইলেই প্রধানমন্ত্রীর ভালো ঘুম হয় রাতে,
দুঃসময়গুলো দুধভাতের সুসময় হয়ে যায় ।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পিত হয়, জমে কবিতা উৎসব,
বিদ্যুতের মিটাররিডার মিথ্যে বলে না, পল্টনে জনসভা হয়,
প্রেসক্লাবে মানববন্ধন, রিট পিটিশনে মামলা পায়
বাড়তি মেজাজ, পাবলিক প্লেসে চুমু খায় তরুন-তরুণী,
আমি চাইলেই বাগান বাড়িতে বাবুটির সব কীর্তি ফাঁস হয়ে যায় ।
আমি চাইলেই মাছের আড়তদার গালাগাল ভুলে
রবীন্দ্রসঙ্গীত গায়, পাবলিক প্রসিকিউটর ভুলে বসে
বানানো মিথ্যের বেসাতি, নাইটগার্ড হয়ে যায় রাতজাগা নীলবাতি ।
কলা ভবনের বারান্দায় সেকেন্ড ইয়ারের নুসরাতের খোঁপায়
জবা গুঁজে দেয় সজল কান্তি, আমি চাইলেই ।
আমি চাইলেই সাঁটলিপিকার ভুলে যায় অক্ষরের কানুননীতি ।
আমি চাইলেই পৃথিবী হয়ে যায়
স্বপ্নিল কবিতার অন্যভুবন,
ভার্সিটি পড়ুয়া আধুনিকা তরুণীর প্রেমের গল্পটি
যমুনার জল হয়ে যায়, আমি চাইলেই ।
উৎসর্গঃ কেউ একজন আজকাল ফানুস উড়ানোর স্বপ্ন দেখে । কবিতাটা তাকে—