মা বাবার পদতলে জান্নাত । শফিক তপন

mother (1)
————————————————
মা আছেন বলেইতো শ্বাস আছে আমার এ সোনার দেহে,
আমিতো বেঁচে থাকি আমার মমতাময়ী প্রিয় মায়ের স্নেহে ।
মা বড় অমূল্য ধন আমার সাথে তাঁর সর্বদা নাড়ের টান,
অন্তর আত্মায় প্রাণের স্বত্বায় মা যে আমার জানের জান ।

মাযে আমার জান্নাতি হুর তাইতো তাঁরে এতো ভালবাসি,
চেয়ে থাকি দেখবো শুধু মায়ের মুখের একটু মধুর হাসি ।
মাগো মা তোমার কোলে জন্মে হয়েছি আজ আমি ধন্য,
সুন্দর পৃথিবীতে এসেছি আমি বড়ও হয়েছি তোমার জন্য ।

সন্তানের সুখই মায়ের সুখ এইটুকুই তাঁর জীবনের আশা,
সন্তানকে ঘিরেই রচে তাঁর যত সপ্ন সুখ শান্তি ভালবাসা ।
সন্তান বড় হয়ে একদিন মানুষ হবে এইতো মায়ের সুখ,
সেই আশাতেই চিরদিন মা ও বাবা বাঁধেন তাঁদের বুক ।

মা তোমাদের জন্য বেঁধেছি ঘর আমার এই পবিত্র বুকে,
তোমাদের ভয় নেই কোনদিন থাকবে চিরদিন মহাসুখে ।
অশেষ দোয়া দিয়ে বানিয়েছি এই ঘর অনেক যত্ন করে,
তোমাদের কোথাও যেতে দেবনা থাকবে এই বুকের ঘরে ।

তোমরা সুস্থ থাকবে যতদিন বাঁচবে বিধাতায় ফরিয়াদ,
তোমাদের সেবা ও যত্ন করার হয় যেন আমার বরাত ।
আমার মা-বাবার পায়ের নীচেই রয়েছে আমার জান্নাত,
তাঁদের সেবী আমি মনে প্রানে ও ধ্যানে সারা দিনরাত ।

এইখানে এ বুকের মাঝে আমার অতি প্রিয় মায়ের ঘর,
তাঁকে নিয়ে ঘুরিফিরি চলি বাঁচি হাসি কাঁদি জীবন ভর ।
মা তোমাদের রাখবো যত্নে আমার বুকে এই আমি চাই,
তোমাদের মুখের একটু হাসি দেখলেই জান্নাত খুঁজে পাই ।

শফিক তপন
Canberra, ১০-৫-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes