ভাঙো শোকের শিকল

(মে দিবস উপলক্ষে)
মে দিবসে
শোষিতের মহা উৎসব এদিনে
বঞ্চনা লাঞ্ছনা বেদনা মুক্তির গানে;
শ্রমিক রক্তবীজ শক্তির প্রকাশ
রক্ত ঘাম ঝরিয়ে করে সৃষ্টি বিকাশ।

তাদেরই শ্রমে কষ্ট কর্মের ফলে
ভরে উঠে চারিদিক সে রক্ত কমলে;
মালিক শোষক বড় কৃপণ সবল
শ্রমের যথার্থ মূল্য, না দিতে অটল।

অধিকার বঞ্চিতের শ্রমই সম্বল
বিনিময়ে মিলে যাহা, সংসার অচল;
মালিকের সদা অকৃতজ্ঞ স্বভার
বিত্ত পেয়ে হাতে ফেরত দেয় অভাব।

সারাটা জনম কাটায় যে মজায়
শ্রম দানে শ্রমিক তবু দৈন্য সাজায়;
হোক এখন তবে পালা বদল
ভাঙো তালা ভাঙো শোকের শিকল।

১লা মে, ২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes