নেই খবর, নেই বলা কওয়া
হটাত এসে যাও তুমি
ভয়ে কেঁপে উঠে ভূমি;
প্রাণী সবে জাগে ভয়
এবার বুঝি, সবি ক্ষয়
এক দণ্ডে হয়ে যাও হাওয়া।
সাধের এ ঘরবাড়ি, অর্থকড়ি
গড়ে, কেউ তা শোষণে
তৃপ্ত কেউ মানুষ দলনে;
লিপ্ত মিথ্যায়, অনাচারে
অগণিত প্রাণ হাহাকারে
পাপে গেছে আজ জগত ভরি।
অতলে অদৃশ্যে যদিও আবাস
জগতে তবে মানব হদয়
কত যে জ্বালা যন্ত্রণা সয়;
তুমি করো সবই অনুভব
ক্ষোভে ক্রোধে এ তান্ডব
ফোঁড়ে মাটি তোমার দীর্ঘশ্বাস।
Earthquake in Nepal 2015
April 25, 2015 8:44 am