তোমায় খুঁজি স্বাধীনতায়

New Movie (2) (174).Movie_Snapshot
তোমায় খুঁজি স্বাধীনতায় —— শফিক তপন
———————————————————————
আজও আমি তোমায় নীরবে নিভৃতে খুঁজে বেড়াই ফিরে,
মাঠে প্রান্তরে বন বাদাড়ে পৃথিবীর হাজার মানুষের ভিড়ে ।
বিভীষিকার এক পাপ রাজ্য সেদিন বাংলাদেশে নেমেছিল,
হানাদার বাহিনীর ঘৃণ্য বর্বরতা সর্বস্ব তোমার কেড়ে নিল ।

বিদেশী ক্যাম্পে তুলে দিল তোমাকে এদেশের শত্রূ কেহ,
তাদেরই হাতে হয়েছ লাঞ্ছিত রক্তাক্ত বিক্ষত বিবস্র দেহ ।
তিলেতিলে নিঃশেষ হয়ে সইলে যতশত মৃত্যু সম গঞ্জনা,
শত্রুদের হাতে ধর্ষিতা হয়ে তুমি হলে বাংলার বীরাঙ্গনা ।

সতীত্ব রক্ষার্তে তোমার মিনতি কেউ শোনেনি সেই দিন,
এই দেশ কখনও শোধ করতে পারবেনা তোমাদের ঋণ ।
সেই দিনের নির্মম সভ্রমহানির বিচার আজও হয়নি শেষ,
তোমার ত্যাগের মহিমায় গৌরবান্বিত সোনার বাংলাদেশ ।

অটবীর স্নিগ্ধ শ্যামল ছায়ে তোমার স্মৃতিগুলি খুঁজে পায়,
রোদেলা দুপুরে পাতার মর্মরে মন আমার হারিয়ে যায় ।
প্রিয়া ওগো ফিরে এসো দেখো হানাদারদের চির বিদায়,
আজও আমি তোমায় খুঁজে ফিরি এ বাংলার স্বাধীনতায় ।

0.00 avg. rating (0% score) - 0 votes