হারানো সুর

যৌবনে প্রেম ছিল বলে আজ জীবন চলে
বন্ধু আছে বলে হৃদয়ে সুরের মুছর্না তুলে
নিঃস্ব পৃথিবীর অপাংক্তেয় কারসাজিতে
মৃদু দ্বন্ধ আর গাঢ় স্বার্থের অবিরাম যাদুতে
জীবন চলে বহুমাত্রার বায়বীয় ভালবাসার দ্বন্ধে
চলছে তবুও কেন জানি আপন মায়াময় অন্ধে
স্মৃতির ডানায় শোভা পায় কখনো হারানো সুর
পাতায় পাতায় ভাসে তোমার কাব্য রসের ঘোর
জানিনা হবে কী আদৌ স্বপ্নের ছোঁয়ায় এক মন্থন
প্রেমের বাঁশরী বাজবে কী? তবুও তুমি বন্ধুর মতন!

তারিখ: ০৭/১২/২০১৪, ঢাকা

0.00 avg. rating (0% score) - 0 votes