ক্ষতবিক্ষত সংর্কীণ মনের অন্ধকার জগতে
কে দেখাতে আসবে আলোর দূরন্ত জ্যোতি?
নানা বিচ্যুতির তারতম্যে কুল হারানো স্রোতে
বাঁচতে চায়? কঠিনরে আপন করে তবুও জ্ঞ্যাতি ।
যে চাওয়া আর পাওয়ার যোজন যোজন ব্যবধান
কে আসে? এত মানুষ তবুও মানুষের বড় অভাব
যৌবনের উত্তপ্ত আগুনের স্ফুলিঙ্গের অনায়াস গমন
অনু-পরমানুর চেয়ে বড় বিপদ ঘটায় যৌবনেই সব ।
নিয়মের সুতায় থাকলে কঠিনও হয় সবচেয়ে সহজ
সব জেনেই নেমেছি আমি পথে-ভুল কামের রঙ্গখেলায়
বুকের পাজরে লেখেছি যার নাম, সূক্ষ্ন অতি নিবেশ
আসছে তেড়ে পাগলা মানুষ, নিচ্ছে বদলা নানা উছিলায়।
জীবন্ত দগ্ধ স্রোতে প্রাণে বাঁচার লড়াইয়ে অবতীণ মানুষ
মানুষের খেলা চলছে হরদম, অমানুষ যে সে আজ কোথায়?
সকলকে এক কাতারে শামিল করতে চাই অনন্য এক মানুষ-
সারাবিশ্ব আজ সজাগ বিশ্ব মানবতায় বিশ্ব ভালবাসায় বিশ্ব চেতনায়
নিজের ঘুমন্ত সাপ করছে ইসফিস-সাবাস মানুষ, জয় সত্যের জয়
প্রেমের ধারায় অশুদ্ধ পানীয় ভরছে গেলাসে গেলাসে-চিবুক উঁচিয়ে
নর-নারী ঘুরছে ঘুণে ধরা সমাজের আনাচে-কানাচে, এদিকে-ওদিকে
আসল প্রেমে জড়ায় না মন নকল প্রেম খোঁজে-মানুষ! হায়রে মানুষ।।।।।