প্রিয় জন্ম ভূমি

প্রিয় জন্ম ভূমি
———————————————-
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ গো সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ গো রুপের নেই শেষ
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ ।

আমার মায়ের কোলে গো সোনার ফসল ফলে গো
সোনার ফসল ফলে,
তাহাঁর বুকের তৃষ্ণা মিটে পদ্মা মেঘনার জলে গো
পদ্মা মেঘনার জলে ।
এই দেশে জন্ম আমার আনন্দের নেই শেষ
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ ।

আমার মায়ের ভাষা গো মিটায় মনের আশা গো
মিটায় মনের আশা,
তাহাঁর মনকে খুশী করে মোদের ভাল বাসা গো
মোদের ভাল বাসা ।
এই দেশের প্রেমে পড়ি অপরূপ যার বেশ
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ ।
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ গো সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ গো রুপের নেই শেষ
আমার প্রিয় জন্ম ভূমি সোনার বাংলাদেশ
সকল দেশের রানী সেযে রুপের নেই শেষ ।
ক্যানবেরা,
শফিক তপন
১৮-৪-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes