ভাল বাসনা

ভাল বাসনা
—————————
ওছেমড়ী কী দেখাস মোরে
ঈশারায় কত ডাকি তোরে
ফিরে চাসনা ।
কেমন করে সাজিসরে তুই
হার মানে চামেলী আর জুঁই
কত বাসনা ।

রূপ যে তোর বাইয়া পড়ে
চাঁদের জোছনা অঙ্গে ঝরে
টের পাসনা ।
যদিওবা তুই ফিরে তাকাস
ভ্রূদুটি কুঁচকে চোখ পাকাস
কেন হাসনা ?

কোমড়েযে সাগরের ঢেউ
দেখে পাগল হয় যে কেউ
দেখে যাসনা ।
তোর চকচকে রাঙা ঠোঁটে
যেমন গোলাপ ফুল ফোটে
ভাল বাসনা ।
———————————–
শফিক তপন

0.00 avg. rating (0% score) - 0 votes