পুষ্পমালা,
ভালবাসা কারে কয়?
তুমি তো মুচকি হেসে দুপাট্রা উড়িয়ে
হেটে চল,
তোমার চুলের মিষ্টি ঘন্ধে
আমি তো বেকুল।
তুমি পন্থ বয়ে হেটে যাবে,
হৃদয় আমার চাতক হয়ে চেয়ে রবে
এ কি ভালবাসা নয়?
পুষ্পমালা,
ভালবাসা কারে কয়?
পুকুর ঘাটে এলো চুল,
তোমার স্নান ভংগি দেখে
আমি মসগুল।
তোমার জন্যে —
অধির অপেক্ষা
নির্ঘুম রাত
ক্ষত-বিক্ষত হৃদয়
এ কি ভালবাসা নয়?
পুষ্পমালা,
ভালবাসা কারে কয়?