সত্যি বলছি ; ভালবাসি তোমায়
সমাজের সব প্রথা ভেঙ্গে দিতে চাই। দিব্যি
একটাই ;
যদি না পারি
তোমায় নিয়ে বসতি গড়ব পর্বত কিংবা
পাহাড়ের চুড়ায়।
সত্যি বলছি ; ভালবাসি তোমায়
সভ্য সমাজের অসভ্য প্রথা বুঝিনা। বনে-
জঙ্গলে,মরু
কিংবা উপত্যকায়
সমাজ গ্রহণ না করলে সেখানেও সুখি হব তোমায়
নিয়ে।
সত্যি বলছি ; ভালবাসি তোমায়
কি সত্য আর কি মিথ্যা হিসেব করিনা। যদি
নির্বাসিত-
সমাজচ্যুত হই তোমায় নিয়ে
পৃথিবীতে যদি না হয় স্থান বসত গড়ব
আকাশ
কিংবা সমুদ্রে গিয়ে।