সাতটি সাগরের হৃদয় আমার

সাতটি সাগরের হৃদয় আমার
————————————
সাতটি সাগরের এই হৃদয় আমার
যেথা বাঁধা প্রেমের সপ্তডিঙ্গা নাও,
সেই নায়ে তোমায় ভাসিয়ে দেব
যখন ছুটবে প্রেমের গোপন বাও ।

সূর্যদীঘল এক বাড়ি আমার আছে
বুকের মধ্যে নিরিবিলি সেটা রাখা,
তোমাকে নিয়ে আকাশ কুসুম স্বপ্ন
আমার অন্তর আত্মায় নীরবে ঢাকা ।

যখন সেই সাগর জুড়ে উঠবে ঝড়
ভেসে যাব ভালবাসার অথৈ বানে,
প্রেমের নাও ভিড়িয়ে তোমার ঘাটে
থাকব আষ্টে পিষ্ঠে ও জানে জানে ।
শফিক তপন ১৪/২/২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “সাতটি সাগরের হৃদয় আমার

Comments are closed.